১৭৯ সালের ৫ই মে। যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন, মহান বীর টিপু সুলতান।শোনা যায়, সুলতানের লাশটি সাধারণ সৈনিকদের লাশের সাথে ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল। সুলতানের হাতের আংটি এবং তাঁর বিখ্যাত তরবারী দিয়ে তাঁর লাশটি চিন্...
২০৯ সালে যখন প্রথম ভিসা পেয়ে ভারতে যাই, দারুণ এক অনুভূতি ছিল। দিল্লি দেখতে যাচ্ছি, মােগল সম্রাটের প্রাসাদ দেখতে যাচ্ছি, তাজমহল দেখতে যাচ্ছি - যেন রূপকথার দেশে যাচ্ছি। এরপর বারবার গিয়েছি প্রতি বছর এক দুইবার করে। কে...